Ghor Badhi Kemone

কোন দরিয়ার তুফান ডরাই
শুধায় কতজনে
বুকের ভিতর হাজার মানুষ
ঘর বাঁধি কেমনে

কোন দরিয়ার তুফান ডরাই
শুধায় কতজনে
বুকের ভিতর হাজার মানুষ
ঘর বাঁধি কেমনে
বুকের ভিতর হাজার মানুষ
ঘর বাঁধি কেমনে

কোন দরিয়ার তুফান ডরাই
শুধায় কতজনে
বুকের ভিতর হাজার মানুষ
ঘর বাঁধি কেমনে

প্রাণের সখী, মনের আশা
পিরিতগুলো পাখির বাসা
প্রাণের সখী, মনের আশা
পিরিতগুলো পাখির বাসা
বাঁধন বড় কঠিন নেশা
বাঁধন বড় কঠিন নেশা
বিষায় ক্ষণে ক্ষণে

বুকের ভিতর হাজার মানুষ
ঘর বাঁধি কেমনে
বুকের ভিতর হাজার মানুষ
ঘর বাঁধি কেমনে

দেশের এপার ওপার কোথায়
ললাটে জাত লেখা কোথায়
দেশের এপার ওপার কোথায়
ললাটে জাত লেখা কোথায়
গতর খাটার কদর কোথায়
গতর খাটার কদর কোথায়
ক্ষুধার টানই জানে

বুকের ভিতর হাজার মানুষ
ঘর বাঁধি কেমনে
বুকের ভিতর হাজার মানুষ
ঘর বাঁধি কেমনে

কোন দরিয়ার তুফান ডরাই
শুধায় কতজনে
বুকের ভিতর হাজার মানুষ
ঘর বাঁধি কেমনে
বুকের ভিতর হাজার মানুষ
ঘর বাঁধি কেমনে

বুকের ভিতর হাজার মানুষ



Credits
Writer(s): Chakropani Dev, Prameya Mondal
Lyrics powered by www.musixmatch.com

Link