Bhalobasha Theke Jaak

তোমার রঙের আবেশে
আনমনে, তুলি-র টানে

আলগা মন, ক্যানভাসে
রঙ মাখায়, অনুরাগে

আজ আমি মনচোরা, বেবাগি স্বপ্নেরা
খুঁজছে তোমায়, মাঝরাতে
ফিরলে ঠিক, এই সময়
সামলে নেবো আমি নাহয়
চাইছি না আর, হারাতে

ভালোবাসা থেকে যাক, এখানে
বুঝে নিক, ভালোলাগার-ই মানে
অবুঝ-এর মতো ছুটে চলে যাক
সেই মেঘ-পাড়ায়
ভিনদেশী কত, গল্প-কল্পনায়
রাতপরি-র সাজানো ডানায়
আলতো হাঁসির, ছোঁয়া-তে আজ
তোমার, ঠিকানায়

খামখেয়ালী, বেপরোয়া
সকাল আবার, আবার
দরদী মন, চেষ্টা-তে আজ
তোমায় পাওয়ার, আবার
কাটছে না, এ সময়
হয়তো এমন-টা হয়
আবেগ স্রোতে, নয় সোহাগে
থাকবো আয়না হয়ে
দেখবে, যত্ন করে
রাখবে আমায়, অনুরাগে

ভালোবাসা থেকে যাক, এখানে
বুঝে নিক, ভালোলাগার-ই মানে
অবুঝ-এর মতো ছুটে চলে যাক
সেই মেঘ-পাড়ায়
ভিনদেশী কত, গল্প-কল্পনায়
রাতপরি-র সাজানো ডানায়
আলতো হাঁসির, ছোঁয়া-তে আজ
তোমার, ঠিকানায়



Credits
Writer(s): Writorshi Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link