Dahuk Er Deshe

ডাহুকের দেশে পথিকের রঙ
মেঘেদের স্বর্গ খোঁজে
বাতাসে বয়ে যাওয়া মুখোশগুলো, মিথ্যে সুখে
হেসে বেড়ায় আলোর চোখে
চারিদিকে, স্বপ্ন ছেড়ে, বহুদূরে

জোছনায় মিশে থাকা মৃত ফুলের
সুবাস নিয়ে দেখি
মানুষগুলো, হারিয়ে গেছে সুখের খোঁজে
আয়নার ওপারে উল্টো শহরে

সূর্যের শেষদিকে পাখিদের সাথে
ফিরে আসে, নিরেট পাথরের চোখ
বুক পকেট চিরে, হাইওয়ে বয়ে গেছে
আঁধারের শিরদাঁড়া ধরে
মনের গহীন অরণ্যে

জোছনায় মিশে থাকা মৃত ফুলের
সুবাস নিয়ে দেখি
মানুষগুলো, হারিয়ে গেছে সুখের খোঁজে
আয়নার ওপারে উল্টো শহরে

যেখানে চারিপাশ, নিশ্বাসে ভরা
গাছের ছায়ায়, জোনাকিতে ভেসে থাকা স্বপ্নঘরে
যেখানে চারিপাশ, নিশ্বাসে ভরা
গাছের ছায়ায়, জোনাকিতে ভেসে থাকা স্বপ্নঘরে
থমথমে দিঘির জলে
কিছুটা আকাশ বাস করে
তারাগুলো ডুব দিয়ে যায়
দিঘির জলে
থমথমে দিঘির জলে
কিছুটা আকাশ বাস করে
তারাগুলো ডুব দিয়ে যায়
দিঘির জলে

জোছনায় মিশে থাকা মৃত ফুলের
সুবাস নিয়ে দেখি
মানুষগুলো, হারিয়ে গেছে সুখের খোঁজে
আয়নার ওপারে উল্টো শহরে

জোছনায় মিশে থাকা মৃত ফুলের
সুবাস নিয়ে দেখি
মানুষগুলো, হারিয়ে গেছে সুখের খোঁজে
আয়নার ওপারে উল্টো শহরে



Credits
Writer(s): Ali Mohammad Moyeth, Dead Note
Lyrics powered by www.musixmatch.com

Link