Kere Nile Sukh

হঠাৎ একটা মুখ
কেড়ে নিলো আমার সুখ
পরেছি তার ভাবনাই
পাগলামিতে আজ সে শুধুই,,
এতোটাই হয়েছি আমি তোমার
প্রতি দেখাই প্রেমে পরি আবার।।

সে আসুক যত বাধা
করিনা তার কোনো ভয়
ভালবাসি ভিষণ আমি
বলেছে আমার হৃদয়,
জানাতে চাই হাজার কথা
কাব্যের মত মনে লেখা
সবই তোমার নামে
মনে প্রেমের যত শাখা।।

হঠাৎ এমন বদলে গেলে
ভেঙ্গে দিলে আমার বুক
ভুল করে মিথ্যে বলে
পেলে বলো কতটা সুখ,
তুমি ছাড়া আধার নামে
অজানা ছিলোনা তার মানে
একটাই তুমি আমার
বিধাতা পুরোটা জানে।।



Credits
Writer(s): Salman Jobyed
Lyrics powered by www.musixmatch.com

Link