Kothao Jabo Na - Acoustic

কত বাস কত স্টপ
কোন স্টপ শেষ স্টপ
অবশ এই যাওয়া আসা
তুমি যাও চলে যাও
শুধু শুধু দুরে যাও
কেনো এই যাওয়া আসা
আমি আর কোথাও যাবো না। থাক
আমি আর কোথাও যাবো না

কত বাস কত স্টপ
কোন স্টপ শেষ স্টপ
অবশ এই যাওয়া আসা
তুমি যাও চলে যাও
শুধু শুধু দুরে যাও
কেনো এই যাওয়া আসা
আমি আর কোথাও যাবো না। থাক
আমি আর কোথাও যাবো না

কারো শুধু শেকড় থাকে, কারো থাকে ডানা
তুমি শুধু ভাসিয়ে রাখো মন
আমি নাহয় পথের ধারে বোকা গাছটা হয়ে
অপেক্ষায় থাকি সারাক্ষন
আমি আর কোথাও যাবো না। থাক
আমি আর কোথাও যাবো না

আমিতো চালাক না
অতশত বুঝি না
শুধু জানি তোমাকেই দরকার
বহুদূর পথ ঘুরে
যাযাবর যদি আসো ফিরে
আগলে রাখি পুরোনো ঠিকানা
আমি আর কোথাও যাবো না। থাক
আমি আর কোথাও যাবো না

কারো শুধু শেকড় থাকে, কারো থাকে ডানা
তুমি শুধু ভাসিয়ে রাখো মন
আমি নাহয় পথের ধারে বোকা গাছটা হয়ে
অপেক্ষায় থাকি সারাক্ষন
আমি আর কোথাও যাবো না। থাক



Credits
Writer(s): Abid Noor
Lyrics powered by www.musixmatch.com

Link