Ekhono Ghor Bhangena

এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি
কাঁটার বনে ফুল ফুটেছে রে, জানিস নে তুই তা কি
ওরে অলস, জানিস নে তুই তা কি
জাগো এবার জাগো, বেলা কাটাস না গো
এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি

কঠিন পথের শেষে কোথায় অগম বিজন দেশে
কঠিন পথের শেষে কোথায় অগম বিজন দেশে
ও সেই বন্ধু আমার একলা আছে গো, দিস নে তারে ফাঁকি
ওরে অলস, দিস নে তারে ফাঁকি
জাগো এবার জাগো, বেলা কাটাস না গো

এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি

প্রখর রবির তাপে নাহয় শুষ্ক গগন কাঁপে
নাহয় দগ্ধ বালু তপ্ত আঁচলে দিক চারি দিক ঢাকি
পিপাসাতে দিক চারি দিক ঢাকি
প্রখর রবির তাপে নাহয় শুষ্ক গগন কাঁপে
নাহয় দগ্ধ বালু তপ্ত আঁচলে দিক চারি দিক ঢাকি
পিপাসাতে দিক চারি দিক ঢাকি

মনের মাঝে চাহি দেখ রে আনন্দ কি নাহি
মনের মাঝে চাহি দেখ রে আনন্দ কি নাহি
পথে পায়ে পায়ে দুখের বাঁশরি বাজবে তোরে ডাকি
মধুর সুরে বাজবে তোরে ডাকি
জাগো এবার জাগো, বেলা কাটাস না গো

এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি
কাঁটার বনে ফুল ফুটেছে রে, জানিস নে তুই তা কি
ওরে অলস, জানিস নে তুই তা কি
জাগো এবার জাগো, বেলা কাটাস না গো
এখনো ঘোর ভাঙে না তোর যে, মেলে না তোর আঁখি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link