Chaap

প্রাচীর ঘেরা মনে ভাঙার প্রতিশ্রুতি
আকুল আমি হারাই ঘন এ কুয়াশায়
আসক্ত আমি তোমার মুক্তিতে
হারাবার বাসনায়

গভীর অন্ধকার ঘিরে রাখে এ আমায়
পথের শেষ ঠিকানা কুয়াশায়

ঠিকানা খুঁজে পাওয়ার পরেও কারাগারে বাঁধা
প্রেরণা হারিয়ে ছুটে চলার সমাপ্তি ঘোষণা

ভ্রান্ত দু'জনে, অদ্ভুত পরিণতি
আটকে পড়ে কাটাই সুমধুর হতাশায়
আসবে তুমি পুরোনো অনুভূতিতে
হারাবার বাসনায়

গভীর অন্ধকার ঘিরে রাখে এ আমায়
পথের শেষ ঠিকানা কুয়াশায়

ঠিকানা খুঁজে পাওয়ার পরেও কারাগারে বাঁধা
প্রেরণা হারিয়ে ছুটে চলার সমাপ্তি ঘোষণা

গভীর অন্ধকার ঘিরে রাখে এ আমায়
পথের শেষ ঠিকানা কুয়াশায়



Credits
Writer(s): Arjo Biswas, Ifaz Abrar Reza, Raihan Mahbub Rasha, Riasat Azmi, Sakib Manzur
Lyrics powered by www.musixmatch.com

Link