Anondo Bhoirobi

আজ সেই ঘরে এলায়ে পড়েছে ছবি
এমন ছিল না আষাঢ় শেষের বেলা
উদ্যানে ছিল বরষা-পীড়িত ফুল
আনন্দ ভৈরবী

আজ সেই মাঠে আসে না রাখাল ছেলে
কাঁদে না মোহনবাঁশিতে বটের মূল
এখনো বরষায় কোদালে মেঘের ফাঁকে
বিদ্যুৎরেখা মেলে

সে কি জানিতো না এমনই দুঃসময়
লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি
সে কি জানিতো না হৃদয়ের অপচয়
কৃপণের বাম মুঠি

সে কি জানিতো না যত বড়ো রাজধানী
তত বিখ্যাত নয় এ হৃদয়পুর
সে কি জানিতো না আমি তারে যত জানি
আনন্দ সমুদ্দুর
সমুদ্দুর

সে কি জানিতো না এমনই দুঃসময়
লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি
সে কি জানিতো না হৃদয়ের অপচয়
কৃপণের বাম মুঠি

সে কি জানিতো না যত বড়ো রাজধানী
তত বিখ্যাত নয় এ হৃদয়পুর
সে কি জানিতো না আমি তারে যত জানি
আনন্দ সমুদ্দুর
সমুদ্দুর
সমুদ্দুর



Credits
Writer(s): Ahmed Hasan Sunny, Naseef Amin, Shakti Chattopaddhay
Lyrics powered by www.musixmatch.com

Link