Din Gelo - Lofi Remix

দিন গেলো তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া

সহেনা যাতনা তোমার আশায় বসিয়া
মানেনা কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
ও ও ও

দিন গেল তোমার পথ চাহিয়া
দিন গেলো তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া

সহেনা যাতনা তোমার আশায় বসিয়া
মানেনা কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
ও ও ও

দিন গেল তোমার পথ চাহিয়া

যার লাগি তরী বেয়ে যাই
জীবন গতি সেই জনা কি রেখেছে খবর?
কার তরে গান গেয়ে যাই, অচেনা সুরে
বুঝিনা কে বা আপন কে বা পর
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
ও, যারে হায় এই মন চায়
জীবনে পাবো কি তার দেখা

সহেনা যাতনা তোমার আশায় বসিয়া
মানেনা কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
ও ও ও

দিন গেল তোমার পথ চাহিয়া

সহেনা যাতনা তোমার আশায় বসিয়া
মানেনা কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
ও ও ও
দিন গেল তোমার পথ চাহিয়া



Credits
Writer(s): Habib Wahid
Lyrics powered by www.musixmatch.com

Link