Aashona

বলছি তোমার দিব্যি গেলে
আমি বড় শান্ত ছেলে
দেখছি তোমায় সুযোগ পেলে
শুনে বুঝি বিষম খেলে

বলছি তোমার দিব্যি গেলে
আমি বড় শান্ত ছেলে
দেখছি তোমায় সুযোগ পেলে
শুনে বুঝি বিষম খেলে

পড়ে গেছি ইশ্ক -এ তে
আছি বড় risk-এ তে
খালিপিলি মিস করে যাই
একটু যদি মিশতো সে
রাগারাগি কম করে, মনটা নরম করে
SMS-এ হলেও যদি বলতো আমায় সে
আসো না, কেন বাসো না, ভালো লাগে না যে আমার
ও ক্ষতি কি বলো করেছি follow তোমাকে দু' একবার

বলো ঝাঁপ দেবে কি?
গভীর জলে
এক্ষুনি দাও
জয় মা বলে
না না বাবু দরকার নেই থাক
এ যে চেস্টা তোমার
বড্ড বেশি
ভীষণ কাঁচা
মনটা দেশি
গরুর মুখেই শুনছি ঘোড়ার ডাক

জমে গেছি ইশ্ক -এ তে
ভালো এই risk-এ তে
রোজরোজ মিস করে যাই
একটু যদি মিশতো সে
ভুল করে তাকালে
চেনা চোখ বাঁকালে
দূরে দূরে থেকেও আমি থাকছি কাছে খুব
আসো না, কেন বাসো না, ভালো লাগে না যে আমার
ও ক্ষতি কি বলো করেছি follow তোমাকে দু' একবার

জানি মনটা তোমার
মানছে না গো
মেজাজ কিরম
Muscle দেখো
মুখেই খালি ছোট কথার rail
কত মাইনে তোমার?
সবটা দেবো
হাত খরচা?
অল্প নেবো
বুদ্ধি তোমার করেছে brake fail

পড়ে গেছি ইশ্ক -এ তে
আছি বড় risk-এ তে
খালিপিলি মিস করে যাই
একটু যদি মিশতো সে
রাগারাগি কম করে মনটা নরম করে
SMS-এ হলেও যদি বলতো আমায় সে
আসো না, কেন বাসো না, ভালো লাগে না যে আমার
ও ক্ষতি কি বলো করেছি follow তোমাকে দু' একবার
আসো না, কেন বাসো না, ভালো লাগে না যে আমার
ক্ষতি কি বলো করেছি follow তোমাকে দু' একবার



Credits
Writer(s): Prasen, Arindom Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link