Shyam Kalia

শ্যাম কালিয়া সোনা বন্ধু রে
বন্ধু, নিরলে তোমারে পাইলাম না
শ্যাম কালিয়া সোনা বন্ধু রে
বন্ধু, নিরলে তোমারে পাইলাম না

ওরে, আমার মনের যত দুঃখ
আমি কইতে পারলাম না, বন্ধু রে
বন্ধু, নিরলে তোমারে পাইলাম না

শ্যাম কালিয়া সোনা বন্ধু রে
বন্ধু, নিরলে তোমারে পাইলাম না
নিরলে তোমারে পাইলাম না

ফুলের আসন, ফুলের বসন রে, ও বন্ধু
ফুলেরই বিছানা
ফুলের আসন, ফুলের বসন রে, ও বন্ধু
ফুলেরই বিছানা

ওরে, হৃদকমলে সোয়া চন্দন
আমি ছিটিয়া দিলাম না, বন্ধু রে
বন্ধু, নিরলে তোমারে পাইলাম না

শ্যাম কালিয়া সোনা বন্ধু রে
বন্ধু, নিরলে তোমারে পাইলাম না
নিরলে তোমায় পাইলাম না

ভাইবে রাধারমণ বলে রে, ও বন্ধু
মনেতে ভাবিয়া
ভাইবে রাধারমণ বলে রে, বন্ধু
মনেতে ভাবিয়া

"আমার নিভ্যা ছিল মনের আগুন
ওরে কে দিলা জ্বালাইয়া, বন্ধু রে
বন্ধু, নিরলে তোমারে পাইলাম না"

শ্যাম কালিয়া সোনা বন্ধু রে
বন্ধু, নিরলে তোমারে পাইলাম না
নিরলে তোমায় পাইলাম না
নিরলে তোমায় পাইলাম না



Credits
Writer(s): Radharaman Dutta
Lyrics powered by www.musixmatch.com

Link