Prothom Aalor Charondhwani

প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই
নীড়বিরাগী হৃদয় আমার উধাও, উধাও হল সেই
প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই

নীল অতলের কোথা থেকে উদাস তারে করল যে কে
গোপনবাসী সেই উদাসীর ঠিক-ঠিকানা নেই

প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই

"সুপ্তিশয়ন আয় ছেড়ে আয়, আয়, আয়, আয়"
জাগে যে তার ভাষা
সে বলে, "চল আছে যেথায় সাগরপারের বাসা"

দেশ-বিদেশের সকল ধারা সেইখানে হয় বাঁধনহারা
কোণের প্রদীপ মিলায় শিখা জ্যোতিসমুদ্রেই

প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই
নীড়বিরাগী হৃদয় আমার উধাও, উধাও হল সেই
প্রথম আলোর চরণধ্বনি উঠল বেজে যেই



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link