Prem Tame Title Track

চলছে না, চলবে না
ভেজা মন-টন গলবে না
যায় দিন সব নিজের মতো কেটে
জ্বালছি না, জ্বালবো না
এই মিথ্যে জাল বোনা
এলে আয় on time-এ কিংবা late-এ

ভুল ভালোবাসার ঢেউ
জানি আসবে না তো কেউ
মন এক পা, এক পা দু'পা হেঁটে (এক পা দু'পা হেঁটে)
জানি বেকার সব promise
Backpack-এ গুছিয়ে দিস
মন আনচান, yeah

প্রেম-টেম, না-না-না
প্রেম-টেম, না-না-না
প্রেম-টেম, না-না-না
Game-টেম, না-না-না
Game-টেম, না-না-না
Game-টেম, না-না-না

প্রেম-টেম, না-না-না
প্রেম-টেম, না-না-না-না
প্রেম-টেম, না-না-না
Game-টেম, না-না-না
Game-টেম, না-না-না
Game-টেম, না-না-না

ইন্দ্রজাল টালমাটাল
Free-তে ফুচকা খাওয়ার তাল
চুমুহীন এই যৌবন গেল জলে
দুঃখী soul, গণ্ডগোল
এই পাতলা প্রেমের ঝোল
খুচরো পাপ গেল pocket থেকে গলে

ভালোবাসা কারে কয়
সখী ঝোলাবে নিশ্চয়
মন এক পা, এক পা দু'পা ফেলে (এক পা দু'পা ফেলে)
এই ব্যর্থ হবার trap
ফাঁদ পাতছে যে WhatsApp
মন আনচান, yeah

প্রেম-টেম, না-না-না
প্রেম-টেম, না-না-না
প্রেম-টেম, না-না-না
Game-টেম, না-না-না
Game-টেম, না-না-না
Game-টেম, না-না-না

প্রেম-টেম, না-না-না
প্রেম-টেম, না-না-না-না
প্রেম-টেম, না-না-না
Game-টেম, না-না-না
Game-টেম, না-না-না
Game-টেম, না-না-না

তবু আলো এসে লাগে সেই চোখে
যে কথা বলিনি আজও তোকে
তবু আলো এসে লাগে সেই চোখে
যে কথা বলিনি আজও তোকে
না, না, না, না, না, না বলা আদরে
ভেসে চলি সে হাওয়ার ঝোঁকে
পাবো কি হারাবো, বল, তোকে
পাবো কি হারাবো, বল, তোকে

চলছে না, চলবে না
ভেজা মন-টন গলবে না
যায় দিন, যাক নিজের মতো কেটে
জ্বালছি না, জ্বালবো না
এই মিথ্যে জাল বোনা
এলে আয় on time-এ কিংবা late-এ

ভুল ভালোবাসার ঢেউ
জানি আসবে না তো কেউ
মন এক পা, এক পা দু'পা হেঁটে (এক পা দু'পা হেঁটে)
জানি বেকার সব promise
Backpack-এ গুছিয়ে দিস
মন আনচান, yeah

প্রেম-টেম, না-না-না
প্রেম-টেম, না-না-না
প্রেম-টেম, না-না-না
Game-টেম, না-না-না
Game-টেম, না-না-না
Game-টেম, না-না-না

প্রেম-টেম, না-না-না
প্রেম-টেম, না-না-না-না
প্রেম-টেম, না-না-না
Game-টেম, না-না-না
Game-টেম, না-না-না
Game-টেম, না-না-না

প্রেম-টেম, না-না-না
প্রেম-টেম, না-না-না
প্রেম-টেম, না-না-না
Game-টেম, না-না-না
Game-টেম, না-না-না
Game-টেম, না-না-না

প্রেম-টেম, না-না-না
প্রেম-টেম, না-না-না-না
প্রেম-টেম, না-না-না
Game-টেম, না-না-না
Game-টেম, না-না-না
Game-টেম, না-না-না



Credits
Writer(s): Anindya Chattopadhyay, Shantanu Moitra
Lyrics powered by www.musixmatch.com

Link