Aami Aajkal Bhalo Aachi

আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভালো আছি

আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভালো আছি

পারদের ওঠা-নামা আমাকে ভাবিয়ে তোলে না আর
ঝিনুকের রঙ চিনে নিতে শিখে গেছি আমি এবার
শোন নতজানু হয়ে কেউ বসে নেই কোথাও
ফিরে গেছি সবকিছু ফেলে
আর একশো বছর আমি বাঁচবোই
পড়ে দেখ, লেখা আছে স্পষ্ট দেয়ালে

আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভালো আছি

এক লাফে signal পেরোতে পা আঁকড়ে ধরে না
অজস্র কালবৈশাখী আর আছড়ে পড়ে না
শোন অভ্যেস বলে কিছু হয় না এ পৃথিবীতে
পাল্টে ফেলাই বেঁচে থাকা
আর একশো বছর আমি বাঁচবোই
জেনে রাখ, হোক না এ পথঘাট ফাঁকা

আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভালো আছি

আমি আজকাল ভালো আছি
তোকে ছাড়া রাতগুলো আলো হয়ে আছে
আমি আজকাল ভালো...



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link