Shobbai Shobar Motoni

মেয়েটা হয়তো অতিরিক্ত চঞ্চল
ছেলেটার হাত নড়েচড়ে খানিক বেতালে
মেয়েটার মিঠে কথাগুলো জড়িয়ে যায়
ছেলেটা হঠাৎ হেসে ফেলে নিজের খেয়ালে

ওদের বন্ধু দাঁড়িয়ে বেকায়দায়
পড়ে যেতে যেতে ধরেছে অন্য হাত
এভাবেই পৃথিবীর দিন কেটে যায়
ওদের জীবনে হয়তো নতুন রাত

শেষ কবে
ওদের চোখে চেয়েছ তুমি
শেষ কবে
ওদের কাছে চেয়েছ তুমি
শেষ কবে
সবার ভাল চেয়েছ তুমি
শেষ কবে
ও চোখের আলো জ্বেলেছ তুমি

অথবা শুরুই করনি!

মনেপ্রাণে পৃথিবীকে ভালবাসব এসো
ছুটব তোমার সঙ্গে তুমি যেমন করে ছোটো
সবার সঙ্গে আকাশ বাতাস ভাগ করে নেওয়া চাই
সবার সঙ্গে আকাশ বাতাস ভাগ করে নিলে ভাই
হব ছোটর মতোই বড়, আর বড়র মতোই ছোট
সব্বাই সব্বার মতনই ।।

এ সবই আসলে বাইরের বিবরণ
ভেতরে কোথাও অদম্য জেদ আলো জ্বালে
অগোছালো মেয়ে নিজেকে সাজাতে চায়
ছেলেটার অপমান নামে চোখ বেয়ে গালে

একাধারে অসাধারণ আর সাধারণ
ঢুকে পড় স্বাভাবিক ছন্দেই, আয়
সবাই আমি তুমি, সহজ সমীকরণ
কষে ফেলি সাদা ভালবাসার খাতায়।।

কাকভোরে
বন্ধুর কাঁধে রাখব মাথা
হাত ধরে
বন্ধুর সাথে হাঁটব আমি
প্রাণভরে
শুনব আজকে তোমার কথা
(মেলা) প্রান্তরে
সস্তায় কিনে নেব যা দামি

শুনেছি বন্ধুত্বের আবাহনী

মনেপ্রাণে পৃথিবীকে ভালবাসব এসো
ছুটব তোমার সঙ্গে তুমি যেমন করে ছোটো
সবার সঙ্গে আকাশ বাতাস ভাগ করে নেওয়া চাই
সবার সঙ্গে আকাশ বাতাস ভাগ করে নিলে ভাই
হব ছোটর মতোই বড়, আর বড়র মতোই ছোট

সব্বাই সব্বার মতনই।।



Credits
Writer(s): A. I. Razu, Rupam Islam
Lyrics powered by www.musixmatch.com

Link