Jajabor

যাযাবর

হয়ে তোদের নগরে অগোছালো যাযাবর
চোখে ঝনঞ্জার মতো কোনো এক ভীষন ঝড়।
মিথ্যের মিছিলে
সত্যের প্রলোভোন।
সাজি হন্যে হয়ে
বিকৃত যাযাবর।

কত স্বপ্ন ধূলিস্যাৎ
অকারন -ব্যাকরন।
কত অনুরাগের ব্যাকুল বিসর্জন।
যাযাবর সেজে অগোছালো সম্মোহন।

হয়ে তোদের নগরে অগোছালো যাযাবর
চোখে ঝনঞ্জার মতো কোনো এক ভীষন ঝড়।

হীনমন্যতারা ব্যাপক ছন্দে হাত করেছে
হারিয়ে গিয়েছে শত নষ্ট সম্মতি।
ভীষন বেশে যাযাবর সাজি, বাসে ট্রামে,রেলে বন্দরে স্টেশন কিংবা নিয়ন আলোয়
যাযাবর সাজি অভিমানে ।চারিদিকে শধু তিরষ্কার আর অসীম ব্যার্থতা।

তবুও যাযাবর ঘুরে দাড়াই,
চিতকার করি নিরুদ্দেশ কন্ঠে
তুবুও যাযাবর ঘুরে দাড়াই, অট্টহাসি সভ্যতার মুখোশ পরিধানে।

হয়ে তোদের নগরে অগোছালো যাযাবর,
চোখে ঝনঞ্জার মতো কোনো এক ভীষন ঝড়।



Credits
Writer(s): Raihan Abdullah
Lyrics powered by www.musixmatch.com

Link