Nistobdhota

নিস্তব্ধতা

এ যেন সময়ের আর্তচিৎকার
হারিয়ে নষ্ট স্বপ্ন, একাকার।
প্রিথিবী পেরিয়ে কোথাও কি আছ তুমি নিঃসঙ্গ হয়ে
যেনো হাসোনি বিষাদ বেশে।
কোথাও কি নেই?
বিন্দুর মতো
সংলাপ-সংগোপন
সংবাদ-সমাচার
কে কোথায় হারায়
কি ভাবে অকপটে?
কেনো এতো কারাগার?
খুনি হোক উলংগ
আমি মানবো না আর
ব্যাথা শত কথার
আমি দেখবো চেয়ে ভরা আকাশ
কফিনের মোড়কে ব্যাস্ত পূর্নিমার নিছক ছলনায়
যেমন ধরে স্বপ্ন অবেলায়

এ ভাবে প্রণয়
যে ভাবে ভিন্ন সাঁজে
যেনো কাঁদে যতো
শোনায় হাহাকার
পৃথিবী পেরিয়ে কোথাও
কি
আছ তুমি নিঃসঙ্গ হয়ে
যেনো হাসোনি বিষাদ বেশে
যেনো আড়াল যতো অনুনয়
আজ এই জানো তুমি
বিষাদের কারায়
হাসোনি!
আমি মানবো না আর
ব্যাথা শত কথার
আমি দেখবো চেয়ে ভরা আকাশ
কফিনের মোড়কে ব্যাস্ত পূর্নিমার নিছক ছলনায়
যেমন ধরে স্বপ্ন অবেলায়



Credits
Writer(s): Raihan Abdullah
Lyrics powered by www.musixmatch.com

Link