Tomay Chuye Jai

নিশুথ রাত, নিবিড় আঁধার
তোমায় ছুঁয়ে যায়
কোথায় তুমি কেবা জানে
যদি নাইবা মানে কেউ
আমি তোমার হতে চাই
আমি তোমার হতে চাই

সেদিন মাঝ দুপুরে তোমার নূপুর
রিনরিনিয়ে বাজলো যখন
আমি মোহের বাঁধন এগিয়ে গেলাম
আর পথের মাঝে পথ ভুললাম
আর পথের মাঝে পথ ভুললাম

সেই যে তোমার চোখের চাওয়া
ফিরিয়ে দেওয়া সকল পাওয়া
থামলো না কি তোমার রথ?
সাঁঝ আকাশে আলো ছায়া
সেদিন আমি ফকির হলাম
সব হারিয়ে তোমায় পেলাম
তুমি রাখলে আমায় কাছে

অপেক্ষা যে তোমারও ছিল
ঠায় দাঁড়িয়ে মনের গোপন
সোহাগ হৃদয় মাঝে
হয়তো আমি শূন্য হলাম
সব ফিরিয়ে হারিয়ে গেলাম
লিখলো সময় পাতার ভাঁজে

নিশুথ রাত, নিবিড় আঁধার
তোমায় ছুঁয়ে যায়
কোথায় তুমি কেবা জানে
যদি নাইবা মানে কেউ
আমি তোমার হতে চাই
আমি তোমার হতে চাই

সেদিন মাঝ দুপুরে তোমার নুপূর
রিনরিনিয়ে বাজলো যখন
আমি মোহের বাঁধন এগিয়ে গেলাম
আর পথের মাঝে পথ ভুললাম
আর পথের মাঝে পথ ভুললাম



Credits
Writer(s): Rishi Panda, Supratim Mandal
Lyrics powered by www.musixmatch.com

Link