Mor Sandhyay

মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ
তোমায় করি গো নমস্কার
মোর অন্ধকারের অন্তরে তুমি হেসেছ
তোমায় করি গো নমস্কার
এই নম্র নীরব সৌম্য গভীর আকাশে
তোমায় করি গো নমস্কার
এই শান্ত সুধীর তন্দ্রানিবিড় বাতাসে
তোমায় করি গো নমস্কার
মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ
তোমায় করি গো নমস্কার

এই ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল আসনে
তোমায় করি গো নমস্কার
এই স্তব্ধ তারার মৌনমন্ত্রভাষণে
তোমায় করি গো নমস্কার
এই কর্ম অন্তে নিভৃত পান্থশালাতে
তোমায় করি গো নমস্কার
এই গন্ধগহন সন্ধ্যাকুসুম মালাতে
তোমায় করি গো নমস্কার

মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ
তোমায় করি গো নমস্কার
মোর অন্ধকারের অন্তরে তুমি হেসেছ
তোমায় করি গো নমস্কার
মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ
তোমায় করি গো নমস্কার



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link