Kakababur Gaan - Rupam

এক যে ছিল রাজা
এক যে ছিল রাজা
এক যে ছিল রাজা তার সাহস ক্রাচে ভর
সাহস ক্রাচে ভর সাহস ক্রাচে ভর
তার রাজ্য ছিল মগজে বুদ্ধি গুপ্তচর
সাবধান, সাবধান

এক যে ছিল রাজা যার যুদ্ধ মানেই জয়
জয় জয় জয়
এক যে ছিল রাজা যার যুদ্ধ মানেই জয়
তার সুয়োরানী রহস্য আর দুয়োরানী ভয়
সাবধান, সাবধান

তার ঘোড়াশালে চুক্তি আর হাতিশালে তেজ
তার সঙ্গে কেবল সন্তু যাবে বেঁধেছে লাগেজ
দরবার বসে মাথায়
ভাবনারা কষে ছক
তার যুক্তিগুলো সভাসদ আর বুদ্ধি বিদূষক
সাবধান, সাবধান

তার চশমা আটা চোখে ঠিক ঠিকরে পড়ে রোদ
তার চশমা আটা চোখে ঠিক ঠিকরে পড়ে রোদ
তার গল্প টেস্টি নুন রোমাঞ্চ মরিচ প্রতিশোধ
সাবধান, সাবধান

একখানা পা খোঁড়া তাই বুদ্ধি দ্বিগুণ জোর
তার শিরদাঁড়াটা সোজা বলেই জিতে যাবার স্কোর
সাবধান, সাবধান

এক যে ছিল রাজা তার হাজার অভিযান
পাহাড় চূড়োয় দিন কাটে, রাত জঙ্গলে কাটান
তল্লাশি তার সব তাকেই ডাক পাঠায়
তাই চিরুনি আর ময়না নিয়ে বেরিয়ে পড়ে প্রায়
সাবধান, সাবধান

এক যে ছিল রাজা
হ্যাঁ, এক যে ছিল রাজা করে সকলে কুর্নিশ
গিন্নি তাকে সেলাম ঠোকে মানে
সাবধান, সাবধান

এক যে ছিল রাজা রাজত্ব সবখানেই
তাই দুষ্টু লোকের কোনো জারি জুরির নেই
সাবধান, সাবধান

অ্যাডভেঞ্চারের চিঠি আজ খুলে দিল খাম
অ্যাডভেঞ্চারের চিঠি আজ খুলে দিল খাম
এক যে ছিল রাজামশাই রায় চৌধুরী নাম
সেলাম, সেলাম



Credits
Writer(s): Indraadip Dasgupta, Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link