Roshni Elo

আয় আয়, আয় রে তোরা
আয় আয়, শিখবি উড়া
দিন এসেছে রাংতা মোড়া

রাতেরই কোলে বর্ষারই মতো
নেমে আসে ঝিরিঝিরি কত রং বাহারি সব যায় রে ছাপিয়ে
ফোটে হাসি হাসি মুখে মুখে
যেন ভরসা ভরসা জাগে বুকে
ফোটে হাসি হাসি মুখে মুখে
যেন ভরসা ভরসা জাগে বুকে
যা রে যা রে যা তোরা দৌড়ে যা
গা রে গা রে গা
আজ আনাচে কানাচে আলো মেখেছে সবাই

আয় আয়, আয় রে তোরা
আয় আয়, শিখবি উড়া
দিন এসেছে রাংতা মোড়া

স্বপ্নের দেশে রোশনাই এসে
ছড়িয়েছে মনে মনে আর কোণে কোণে কত সুখ!
এত ভাল লাগা জাগেনি তো আগে
বেঁচে ওঠে মন সবার যেন সেরেছে অসুখ

আয় আয়, আয় রে তোরা
আয় আয়, শিখবি উড়া
দিন এসেছে রাংতা মোড়া

ইচ্ছের ঘরে যারা ঘর করে
তাদেরও তো ধীরে ধীরে আরো কাছাকাছি এলো মন
ভালোবাসা বাঁচে তোমারই তো কাছে
এক হল দিন রাত আর এ দুই জীবন

আয় আয়, আয় রে তোরা
আয় আয়, শিখবি উড়া
দিন এসেছে রাংতা মোড়া

রাতেরই কোলে বর্ষারই মতো
নেমে আসে ঝিরিঝিরি কত রং বাহারি সব যায় রে ছাপিয়ে
ফোটে হাসি হাসি মুখে মুখে
যেন ভরসা ভরসা জাগে বুকে
ফোটে হাসি হাসি মুখে মুখে
যেন ভরসা ভরসা জাগে বুকে
যা রে যা রে যা তোরা দৌড়ে যা
গা রে গা রে গা
আজ আনাচে কানাচে আলো মেখেছে সবাই

আয় আয়, আয় রে তোরা
আয় আয়, শিখবি উড়া
দিন এসেছে রাংতা মোড়া
আয় আয়, আয় রে তোরা
আয় আয়, শিখবি উড়া
দিন এসেছে রাংতা মোড়া



Credits
Writer(s): Indraadip Dasgupta, Prasen
Lyrics powered by www.musixmatch.com

Link