Je Chhayare Dhorbo

যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ
আজ, আজ সে মেনে নিল আমার গানেরই বন্ধন
সে মেনে নিল আমার গানেরই বন্ধন
যে ছায়ারে

আকাশে যার পরশ মিলায়
শরতমেঘের ক্ষণিক লীলায়, পরশ মিলায়
আকাশে যার পরশ মিলায়
শরতমেঘের ক্ষণিক লীলায়, পরশ মিলায়
আপন সুরে আজ শুনি তার নূপুরগুঞ্জন
শুনি তার নূপুরগুঞ্জন
আজ, আজ সে মেনে নিল আমার গানেরই বন্ধন
সে মেনে নিল আমার গানেরই বন্ধন

যে ছায়ারে

অলস দিনের হাওয়ায়
গন্ধখানি মেলে যেত গোপন আসা-যাওয়ায়
অলস দিনের হাওয়ায়
গন্ধখানি মেলে যেত গোপন আসা-যাওয়ায়
অলস দিনের হাওয়ায়

আজ শরতের ছায়ানটে
মোর রাগিণীর মিলন ঘটে, ছায়ানটে
আজ শরতের ছায়ানটে
মোর রাগিণীর মিলন ঘটে, ছায়ানটে
সেই মিলনের তালে তালে বাজায় সে কঙ্কণ
সে বাজায়, বাজায় সে কঙ্কণ
আজ, আজ সে মেনে নিল আমার গানেরই বন্ধন
সে মেনে নিল আমার গানেরই বন্ধন

যে ছায়ারে ধরব বলে করেছিলেম পণ
আজ, আজ সে মেনে নিল আমার গানেরই বন্ধন
সে মেনে নিল আমার গানেরই বন্ধন
যে ছায়ারে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link