Pushpo Diye Maro

পুষ্প দিয়ে মার যারে চিনল না
চিনল না, চিনল না সে মরণকে
পুষ্প দিয়ে মার যারে চিনল না
চিনল না, চিনল না সে মরণকে
বাণ খেয়ে যে পড়ে
সে যে ধরে তোমার চরণকে
পুষ্প দিয়ে মার যারে চিনল না
চিনল না, চিনল না সে মরণকে

সবার নীচে ধুলার 'পরে
ফেলো যারে মৃত্যু-শরে
সে যে তোমার কোলে পড়ে
ভয় কী বা তার পড়নকে?

পুষ্প দিয়ে মার যারে চিনল না
চিনল না, চিনল না সে মরণকে

আরামে যার আঘাত ঢাকা, কলঙ্ক যার সুগন্ধ
নয়ন মেলে দেখল না সে রুদ্র মুখের আনন্দ
মজল না সে চোখের জলে, পৌঁছল না চরণতলে
তিলে তিলে পলে পলে মল যেজন পালঙ্কে

পুষ্প দিয়ে মার যারে চিনল না
চিনল না, চিনল না সে মরণকে
পুষ্প দিয়ে মার যারে চিনল না
চিনল না, চিনল না সে মরণকে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link