Asa Jaoyar Majhkhane

আসা-যাওয়ার মাঝখানে
একলা আছ চেয়ে কাহার পথ-পানে
আসা-যাওয়ার মাঝখানে
একলা আছ চেয়ে কাহার পথ-পানে
আসা-যাওয়ার মাঝখানে

আকাশে ওই কালোয় সোনায়
শ্রাবণমেঘের কোণায় কোণায়
আঁধার-আলোয় কোন খেলা যে কে জানে

আসা-যাওয়ার মাঝখানে

শুকনো পাতা ধুলায় ঝরে
নবীন পাতায় শাখা ভরে
শুকনো পাতা ধুলায় ঝরে
নবীন পাতায় শাখা ভরে

মাঝে তুমি আপন-হারা
পায়ের কাছে জলের ধারা
যায় চলে ওই অশ্রু-ভরা কোন গানে

আসা-যাওয়ার মাঝখানে
একলা আছ চেয়ে কাহার পথ-পানে
আসা-যাওয়ার মাঝখানে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link