Ma Tor Kato Rango

মা, তোর কত রঙ্গ দেখবো বল?
মা, তোর কত রঙ্গ দেখবো বল?
আর কত কাল সইবো এ ছল?
আর কত কাল সইবো এ ছল?
মা, তোর কত রঙ্গ দেখবো বল?

কারে তুই দিস, মা, ফেলে?
কারে আবার নিস, মা, তুলে?
কারে তুই দিস, মা, ফেলে?
কারে আবার নিস, মা, তুলে?
এই ফেলা-তোলার ভবের খেলা
সবই কি তোর দয়ার ফল?
ফেলা-তোলার ভবের খেলা
সবই কি তোর দয়ার ফল?

মা, তোর কত রঙ্গ দেখবো বল?

কখন, মা, রূপ দেখি তোর
এলোকেশী সর্বনাশী
কখন, মা, রূপ দেখি তোর
এলোকেশী সর্বনাশী
কখন, মা, নয়নে তোর
কখন, মা, নয়নে তোর
শাসন-স্নেহের অমল হাসি

জনমেতে তোরই কোলে
মরণেতেও নিস, মা, কোলে
জনমেতে তোরই কোলে
মরণেতেও নিস, মা, কোলে
মায়ের কোলে ঘুমায় ছেলে
এ শান্তি, মা, কোথায় বল?
মায়ের কোলে ঘুমায় ছেলে
এ শান্তি, মা, কোথায় বল?

মা, তোর কত রঙ্গ দেখবো বল?
মা, তোর কত রঙ্গ দেখবো বল?
আর কত কাল সইবো এ ছল?
আর কত কাল সইবো এ ছল?
মা, তোর কত রঙ্গ দেখবো বল?
মা, তোর কত রঙ্গ দেখবো বল?



Credits
Writer(s): Traditional, Shekhar Sen
Lyrics powered by www.musixmatch.com

Link