Brishti Esechhe Aj

নিম্নচাপের জেরে
বৃষ্টি এসেছে আজ আমার শহর জুড়ে
নিম্নচাপের জেরে
বৃষ্টি এসেছে আজ আমার শহর জুড়ে

ফেলে আসা রোদ তোর কথা ভেবে
শুধুশুধু মন খারাপ করে
না লিখা চিঠি কেন মিছিমিছি
পালকের মতো এলো উড়ে?

নিম্নচাপের জেরে
বৃষ্টি এসেছে আজ অনেক বছর পরে

প্রিয় মেঘ আর ডাকে না যে
সেই চেনা ডাকনামে
সেই নাম এখন লিখা আছে
কোনো অচেনা মেঘের খামে

হাজার বছর আমি আলো নিয়ে
বসে আছি অন্ধকারে
ফেলে আসা রোদ তোর কথা ভেবে
শুধুশুধু মন খারাপ করে

নিম্নচাপের জেরে
বৃষ্টি এসেছে আজ আমার শহর জুড়ে

চাতকের তৃষ্ণা ঝড় তুলে
আকাশে আষাঢ় ডাকে
আগুন নেভাতে চেয়ে সে যে তখন
আগুনে ঠোঁট রাখে

অজান্তে কখন সাঁঝবাতি
জ্বলে আশার পাঁজরে
ফেলে আসা রোদ তোর কথা ভেবে
শুধুশুধু মন খারাপ করে

নিম্নচাপের জেরে
বৃষ্টি এসেছে আজ আমার শহর জুড়ে
নিম্নচাপের জেরে
বৃষ্টি এসেছে আজ অনেক বছর পরে



Credits
Writer(s): Sourav Chakraborty, Kakali Chatterjee
Lyrics powered by www.musixmatch.com

Link