Ami Tomay Jato

আমি তোমায় যত শুনিয়েছিলেম গান
আমি তোমায় যত শুনিয়েছিলেম গান
আমি তোমায় যত
তার বদলে আমি চাই নে কোনো দান
আমি তোমায় যত

ভুলবে সে গান যদি নাহয় যেয়ো ভুলে
উঠবে যখন তারা সন্ধ্যাসাগরকূলে
তোমার সভায় যবে করব অবসান
এই ক'দিনের শুধু এই ক'টি মোর তান

আমি তোমায় যত

তোমার গান যে কত শুনিয়েছিলে মোরে
সেই কথাটি তুমি ভুলবে কেমন করে?
ওগো, সেই কথাটি তুমি ভুলবে কেমন করে?
সেই কথাটি, কবি, পড়বে তোমার মনে
বর্ষামুখর রাতে, ফাগুন-সমীরণে
এইটুকু মোর শুধু রইল অভিমান
ভুলতে সে কি পার ভুলিয়েছ মোর প্রাণ

আমি তোমায় যত



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link