Mon Ke Hariye

নানানানানা নানানানা নানা
নানানানানা নানানানা নানা

মন-কে হারিয়ে তোমাকে পাই
হেরেও তো জিতে যাই

মন-কে হারিয়ে তোমাকে পাই
হেরেও তো জিতে যাই

মনে মনে জমে আছে
মনের সব ব্যথা
তোমারও মনে পড়ে নাকি
আমার কোন কথা

নানানা নানানা নানানা নানা
নানানা নানানা নানানা নানা

আনমনে চলি তোমার ছায়ায়
যেখানে আলো সেখানে পাই
কত শত কথা যে বলতে চাই
কিন্তু কোথায় তোমায় পাই?

মনে মনে জমে আছে
মনের সব ব্যথা
তোমারও মনে পড়ে নাকি
আমার কোন কথা

এক তারায় স্বপ্ন দেখি
এক তারায় স্বপ্ন চাই
দু-তারা যদি ভেঙে পড়ে
কোন তারায় তোমায় পাই!

মনে মনে জমে আছে
মনের সব ব্যথা
তোমারও মনে পড়ে নাকি
আমার কোন কথা

নানানা নানানা নানানা নানা
নানানা নানানা নানানা নানা

ঢেউ-এর মতন ছুঁয়ো যে আমায়
তটে থাকবো বেঁধে সময়
কাহিনী লিখবো আমরা আবার
নতুন শব্দ বুনবো এবার

গানের মতন থাকবো আমরা
থাকবো আমরা বেশ
সুরের লেপের আড়ালে হবে
সব রাগ শেষ

নানানা নানানা নানানা নানা
নানানা নানানা নানানা নানা
নানানা নানানা নানানা নানা
নানানা নানানা নানানা নানা



Credits
Writer(s): Abhik Choudhury
Lyrics powered by www.musixmatch.com

Link