Ami Tarei Khunje

আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে
আমার মনে, আমার মনে
আমি তারেই খুঁজে বেড়াই
সে আছে বলে
আমার আকাশ জুড়ে ফোটে তারা রাতে
প্রাতে ফুল ফুটে রয় বনে আমার বনে, আমার বনে
আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে
আমার মনে, আমার মনে
আমি তারেই খুঁজে বেড়াই

সে আছে বলে চোখের তারার আলোয়
আছে বলে চোখের তারার আলোয়
এত রূপের খেলা রঙের মেলা
অসীম সাদায় কালোয়
সে মোর সঙ্গে থাকে বলে
আমার অঙ্গে অঙ্গে হরশ জাগায়
দখিন সমীরণে, সমীরণে, সমীরণে

আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে
আমার মনে, আমার মনে
আমি তারেই খুঁজে বেড়াই

তারি বাণী হঠাৎ উঠে পুরে
আনমনা কোন তানের মাঝে
আমার গানের সুরে তারি বাণী
দুঃখের দোলে হঠাৎ মোরে দোলায়
দুঃখের দোলে হঠাৎ মোরে দোলায়
কাজের মাঝে লুকিয়ে থেকে আমারে কাজ ভোলায়
সে মোর চিরদিনের বলে
তারি পুলকে মোর
পলকগুলি ভরে ক্ষণে ক্ষণে, ক্ষণে ক্ষণে

আমি তারেই খুঁজে বেড়াই যে রয় মনে
আমার মনে, আমার মনে
আমি তারেই খুঁজে বেড়াই



Credits
Writer(s): Traditional
Lyrics powered by www.musixmatch.com

Link