Chhi Chhi Choker Jole

ছি ছি, চোখের জলে ভেজাস নে আর মাটি
ছি ছি, চোখের জলে
এবার কঠিন হয়ে থাক না ওরে, জোরে বক্ষোদুয়ার আঁটি
জোরে বক্ষোদুয়ার আঁটি
ছি ছি, চোখের জলে ভেজাস নে আর মাটি
ছি ছি, চোখের জলে

পরানটাকে গলিয়ে ফেলে দিস নে রে ভাই পথে ঢেলে
মিথ্যে অকাজে
ওরে নিয়ে তারে চলবি পারে
নিয়ে তারে চলবি পারে পথের কতই বাধা কাটি
পথের কতই বাধা কাটি

ছি ছি, চোখের জলে ভেজাস নে আর মাটি
ছি ছি, চোখের জলে

দেখলে ও তোর জলের ধারা ঘরে পরে হাসবে যারা
তারা চার দিকে
তাদের দ্বারেই গিয়ে কান্না জুড়িস
দ্বারেই গিয়ে কান্না জুড়িস, লাজে যায় না কি বুক ফাটি
লাজে যায় না কি বুক ফাটি?

ছি ছি, চোখের জলে ভেজাস নে আর মাটি
ছি ছি, চোখের জলে

দিনের বেলা জগৎ-মাঝে সবাই যখন চলছে কাজে
আপন গরবে
তোরা পথের ধারে ব্যথা নিয়ে
পথের ধারে ব্যথা নিয়ে কেবল করিস ঘাঁটাঘাঁটি
কেবল করিস ঘাঁটাঘাঁটি

ছি ছি, চোখের জলে ভেজাস নে আর মাটি
ছি ছি, চোখের জলে
এবার কঠিন হয়ে থাক না ওরে, জোরে বক্ষোদুয়ার আঁটি
জোরে বক্ষোদুয়ার আঁটি
ছি ছি, চোখের জলে ভেজাস নে আর মাটি
ছি ছি, চোখের জলে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link