Gange Joyar Elo

মাঝি রে, ও মাঝি রে

গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই
গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই
খিড়কি-দুয়ার খুলে পথপানে চেয়ে রই
গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই
গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই

কালো জামের ডালের ফাঁকে
আমায় দেখে কোকিল ডাকে
কালো জামের ডালের ফাঁকে
আমায় দেখে কোকিল ডাকে
আজও কেন যায় না দেখা
আজও কেন যায় না দেখা
তোমার নায়ের ছই

গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই
গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই

চুল বেঁধে আজ সেজেগুজে পিদিম জ্বালাই সাঁঝে
ঠাকুরঝিরা মুচকি হাসে, আমি মরি লাজে
আমি মরি লাজে

বাদলা রাতে বৃষ্টি ঝরে
মন যে আমার কেমন করে
বাদলা রাতে বৃষ্টি ঝরে, বন্ধু রে
বাদলা রাতে বৃষ্টি ঝরে
মন যে আমার কেমন করে
আমার চোখের জলে, বন্ধু
আমার চোখের জলে, বন্ধু
মাঠ করে থৈ থৈ

গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই
গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই
খিড়কি-দুয়ার খুলে পথপানে চেয়ে রই
গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই
গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই

মাঝি রে, ও মাঝি রে
মাঝি রে, ও মাঝি রে



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link