Diner Sheshe Ghumer Deshe

দিনের শেষে ঘুমের দেশে
ঘোমটা পরা ওই ছায়া
ভুলালো রে, ভুলালো মোর প্রাণ
ও পারেতে সোনার কূলে
আঁধারমূলে কোন মায়া
গেয়ে গেল কাজ ভাঙানো গান
দিনের শেষে

নামিয়ে মুখ চুকিয়ে সুখ
যাবার মুখে যায় যারা
ফেরার পথে ফিরেও নাহি চায়
তাদের পানে ভাঁটার টানে
যাব রে আজ ঘরছাড়া
সন্ধ্যা আসে, দিন যে চলে যায়

ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়
ওরে আয়

দিনের শেষে

ঘরে যারা যাবার তারা কখন গেছে ঘরপানে
পারে যারা যাবার গেছে পারে
ঘরেও নহে, পারেও নহে, যে জন আছে মাঝখানে
সন্ধ্যাবেলায় কে ডেকে নেয় তারে

ফুলের বাহার নেইকো যাহার
ফসল যাহার ফলল না
অশ্রু যাহার ফেলতে হাসি পায়
দিনের আলো যার ফুরালো
সাঁজের আলো জ্বলল না
সে বসেছে ঘাটের কিনারায়

ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়
ওরে আয়

দিনের শেষে

সাঁজের বেলা ভাঁটার স্রোতে
ও পার হতে একটানা
একটি-দুটি যায় যে তরী ভেসে
কেমন করে চিনব ওরে
ওদের মাঝে কোনখানা
আমার ঘাটে ছিল আমার দেশে

দিনের শেষে

অস্তাচলের তীরের তলে
ঘন গাছের কোল ঘেঁষে
ছায়া যেন ছায়ার মতো যায়
ডাকলে আমি ক্ষণেক থামি
হেথায় পাড়ি ধরবে সে
এমন নেয়ে আছে রে কোন নায়

ওরে আয়
আমায় নিয়ে যাবি কে রে
দিনশেষের শেষ খেয়ায়
ওরে আয়

দিনের শেষে



Credits
Writer(s): Rabindranath Tagore, Pankaj Kumar Mallik
Lyrics powered by www.musixmatch.com

Link