Hey Mor Durbhaga

হে মোর দূরভাগা দেশ
যদের করেছো অপমান
অপমান হতে হবে
তাহাদের সবার সমান

হে মোর দূরভাগা দেশ
মানুষের অধীকারে বঞ্চিত করেছ যাদের
সম্মমুখে দাঁড়ায় রেখে
তবু কোলে দেউ নাই স্থান

অপমান হতে হবে
তাহাদের সবার সমান
হে মোর দূরভাগা দেশ

মানুষের পরশে এলে
প্রতিদিন ঠেকাইয়া দূরে
ঘৃণা করে আছো তুমি
মানুষের প্রাণের ঠাকুরে

বিধাতার দুত্র রশ্নির
দুরবিক্ষের দাঁড়ে বসে
বিধাতার দুত্র রশ্নির
দুরবিক্ষের দাঁড়ে বসে
ভাগ করে খেতে হবে
সকলের সাথে
অন্যপান

অপমান হতে হবে
তাহাদের সবার সমান
হে মোর দূরভাগা দেশ

সতেক শতাবধি ধরে
নামে শির অসম্মান ও ভার
মানুষের নারায়ণে
তবুও করোনা নমস্কার
তবু নত করিয়া কি দেখিবার পাউ না কি
নেমেছে কুলারো তলে
এলো পথিকের ভগবান

অপমান হতে হবে
সেঠাকুরে সবার সমান
হে মোর দূরভাগা দেশ

দেখিতে না পাও তুমি
মৃত দুরকো দারা এছে দারে
অভিশাপ ফাকি দিলো তোমার জাতির অহংকারে
সবারে না যদি ডাকো
এখনো সরিয়া থাকো
আপনার বেধে রাখো
সোম থেকে জড়ায় এই অভিমান

মৃত্যু মাঝে হবে তবে
চিন্তা বসে সবার সমান



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link