Chahiya Dekho Roser

চাহিয়া দেখাে রসের স্রোতে রঙের খেলাখানি
চেয়াে না, চেয়াে না তারে নিকটে নিতে টানি
চাহিয়া দেখাে-

রাখিতে চাহ, বাঁধিতে চাহ যাঁরে
আঁধারে তাহা মিলায়, মিলায় বারে বারে
রাখিতে চাহ, বাঁধিতে চাহ যাঁরে
আঁধারে তাহা মিলায়, মিলায় বারে বারে
বাজিল যাহা প্রাণের বীণা-তারে
সে তাে কেবলই গান, কেবলই বাণী

চাহিয়া দেখাে-

পরশ তার নাহি রে মিলে, নাহি রে পরিমাণ
দেবসভায় যে সুধা করে পান
দেবসভায়-
পরশ তার নাহি রে মিলে, নাহি রে পরিমাণ
দেবসভায় যে সুধা করে পান
দেবসভায়-

নদীর স্রোতে, ফুলের বনে বনে
মাধুরী-মাখা হাসিতে আঁখিকোণে
নদীর স্রোতে, ফুলের বনে বনে
মাধুরী-মাখা হাসিতে আঁখিকোণে
সে সুধাটুকু পিয়াে আপন-মনে
মুক্তরূপে নিয়াে তাহারে জানি

চাহিয়া দেখাে রসের স্রোতে রঙের খেলাখানি
চেয়াে না, চেয়াে না তারে নিকটে নিতে টানি
চাহিয়া দেখাে-



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link