Tumi Chherechhile

তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে হেরো গো কী দশা হয়েছে
মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব'লে হেরো গো কী দশা হয়েছে

বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা
বিরহীর বেশে এসেছি হেথায় জানাতে বিরহবেদনা
দরশন নেব তবে চলে যাব, অনেক দিনের বাসনা

তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে বলে হেরো গো কী দশা হয়েছে

"নাথ, নাথ" বলে ডাকিব তোমারে, চাহিব হৃদয়ে রাখিতে
কাতর প্রাণের রোদন শুনিলে আর কি পারিবে থাকিতে?
ও অমৃতরূপ দেখিব যখন মুছিব নয়নবারি হে
ও অমৃতরূপ দেখিব যখন মুছিব নয়নবারি হে
আর উঠিব না, পড়িয়া রহিব চরণতলে তোমারি হে

তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব'লে হেরো গো কী দশা হয়েছে
মলিন বদন, মলিন হৃদয়, শোকে প্রাণ ডুবে রয়েছে
তুমি ছেড়ে ছিলে, ভুলে ছিলে ব'লে হেরো গো কী দশা হয়েছে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link