Tumi Jeyo Na

তুমি যেয়ো না এখনি
তুমি যেয়ো না এখনি
এখনো আছে রজনী
তুমি যেয়ো না এখনি
তুমি যেয়ো না এখনি

পথ বিজন তিমিরসঘন
পথ বিজন তিমিরসঘন
কানন কণ্টকতরুগহন
কানন কণ্টকতরুগহন
আঁধারা ধরণী

তুমি যেয়ো না এখনি
তুমি যেয়ো না এখনি

বড়ো সাধে জ্বালিনু দীপ, গাঁথিনু মালা
বড়ো সাধে
চিরদিনে, বঁধু, পাইনু হে তব দরশন
বড়ো সাধে

আজি যাব অকূলের পারে
যাব অকূলের পারে
ভাসাব প্রেমপারাবারে
ভাসাব প্রেমপারাবারে
জীবনতরণী

তুমি যেয়ো না এখনি
তুমি যেয়ো না এখনি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link