Nomi Nomi Charane

নমি নমি চরণে
নমি কলুষহরণে
নমি নমি চরণে
সুধারসনির্ঝর হে
নমি নমি চরণে

নমি চিরনির্ভর হে
মোহগহনতরণে
নমি নমি চরণে
নমি নমি চরণে

নমি চিরমঙ্গল হে
নমি চিরসম্বল হে
নমি চিরমঙ্গল হে
নমি চিরসম্বল হে
উদিল তপন, গেল রাত্রি
নমি নমি চরণে

জাগিল অমৃতপথযাত্রী
নমি চিরপথসঙ্গী
নমি নিখিলশরণে
নমি নমি চরণে
নমি নমি চরণে

নমি সুখে দুঃখে ভয়ে
নমি জয়পরাজয়ে
অসীম বিশ্বতলে
নমি নমি চরণে

নমি চিতকমলদলে
নিবিড় নিভৃতে নিলয়ে
নমি জীবনে মরণে

নমি নমি চরণে
নমি কলুষহরণে
নমি নমি চরণে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link