Chaya Bhitu Chaya

চেনা গাছ-গাছালির ফাঁকে
আলো, ভাঙা আলো
বাজে সন্ধ্যে নামার শাঁখে

ছায়া, ভীতু ছায়া
চেনা গাছ-গাছালির ফাঁকে
আলো, ভাঙা আলো
বাজে সন্ধ্যে নামার শাঁখে

ঘাসে পরবাসে
যদি আসে মধুমাস
ঘুমে পরভূমে
যদি আসে মধুমাস
বন্ধু, হারাল আকাশ

আলো, নেই আলো
কেন টানছে চোরাবালি?
ছায়া, আবছায়া
আমার আজ যা গেরস্থালি

ঘাসে পরবাসে
যদি আসে মধুমাস
ঘুমে পরভূমে
যদি আসে মধুমাস
বন্ধু, হারাল আকাশ

এই ঘর-দোর, না-ফোটা আদর
বিছানা-বালিশ ঘুম
এই শুনশান পুরোনো station
ঠিকানা মানুষহীন
বুকের জড়ো কিছু ভুল
ঘাসফুল, যদিও রঙিন

ছায়া, ভীতু ছায়া
চেনা গাছ-গাছালির ফাঁকে
আলো, ভাঙা আলো
বাজে সন্ধ্যে নামার শাঁখে

ঘাসে পরবাসে
যদি আসে মধুমাস
ঘুমে পরভূমে
যদি আসে মধুমাস
বন্ধু, হারাল আকাশ



Credits
Writer(s): Shantanu Moitra, Chandril Bhattacharya, Anindya Chattopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link