Jabi Kothay Chere Bol

যাবি কোথায় ছেড়ে বল
চারিদিকে তোর অথৈ জল
ভয় হয়, ও. ভয় হয়।

ভেসে থাকা যাদের নয়
তাদের ডুবেই যেতে হয়
ভয় হয়, ও. ভয় হয়।

যাবি যদি যাস রে তুই
আর কটা দিন পর
প্রেম বাদে তো এই পৃথিবীর
সবই নশ্বর.
যাবি কোথায় ছেড়ে বল
চারিদিকে তোর অথৈ জল
ভয় হয়, ও. ভয় হয়।

ঘরের মধ্যে আরেকটা ঘর
মনের মাঝে মনের মতো,
সেখানেতো তোকে রাখি,
ভিষণ যত্নে ব্যক্তিগত

লালন কবে বলে গেছে
এখন তার মর্ম বুঝি,
মনের মধ্যে আছে যে জন
বাইরে তাকে কোথায় খুঁজি গো

সব খোঁজার শেষে তাই
তোর কাছেতেই পেলাম ঠাঁই
ছেড়ে দিলে কোথায় যাই
ভয় হয়

তাই বলি মন সাথে চল
যাবি কোথায় ছেড়ে বল
চারিদিকে অথৈ জল
ভয় হয়



Credits
Writer(s): Partha Ghosh, Partha Ghosh Baundule, Spandan Bhattacharya
Lyrics powered by www.musixmatch.com

Link