Bojao Re Mohano

বজাও রে মোহন বাঁশি
সারা দিবসক বিরহদহনদুখ
মরমক তিয়াষ নাশি

রিঝমনভেদন বাঁশরিবাদন
কঁহা শিখলি রে কান?
হানে থিরথির, মরমঅবশকর
লহু লহু মধুময় বাণ

সাধ যায় ইহ চন্দ্রমকিরণে
কুসুমিত কুঞ্জবিতানে
বসন্তবায়ে প্রাণ মিশায়ব
বাঁশিক সুমধুর গানে

প্রাণ ভৈবে মঝু বেণুগীতময়
রাধাময় তব বেণু
জয় জয় মাধব, জয় জয় রাধা
চরণে প্রণমে ভানু



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link