Likhono Tomar

লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি
হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি
লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি
হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি
লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি

চৈত্ররজনী আজ বসে আছি একা
পুন বুঝি দিল দেখা
বনে বনে তব লেখনীলীলার রেখা
নবকিশলয়ে গো কোন ভুলে এল ভুলি
তোমার পুরানো আখরগুলি
নবকিশলয়ে গো কোন ভুলে এল ভুলি
তোমার পুরানো আখরগুলি

লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি

মল্লিকা আজি কাননে কাননে কত
সৌরভে ভরা তোমারি নামের মতো
মল্লিকা আজি কাননে কাননে কত
সৌরভে ভরা তোমারি নামের মতো

কোমল তোমার অঙ্গুলি-ছোঁওয়া বাণী
মনে দিল আজি আনি
বিরহের কোন ব্যথাভরা লিপিখানি
মাধবীশাখায় উঠিতেছে দুলি দুলি
তোমার পুরানো আখরগুলি

লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি
হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি
লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link