Ke Jay Amritodhamjatri

কে যায় অমৃতধামযাত্রী
আজি এ গহন তিমিররাত্রি
কাঁপে নভ জয়গানে
কে যায় অমৃতধামযাত্রী
আজি এ গহন তিমিররাত্রি
কাঁপে নভ জয়গানে
কে যায় অমৃতধামযাত্রী

আনন্দরব শ্রবণে লাগে
সুপ্ত হৃদয় চমকে জাগে
আনন্দরব শ্রবণে লাগে
সুপ্ত হৃদয় চমকে জাগে
চাহি দেখে পথপানে
কে যায়, কে যায়

কে যায় অমৃতধামযাত্রী

ওগো রহো রহো, মোরে ডাকি লহো
কহো আশ্বাসবাণী
ওগো রহো রহো, মোরে ডাকি লহো
কহো আশ্বাসবাণী

যাব অহরহ সাথে সাথে
সুখে দুখে শোকে দিবসে রাতে
যাব অহরহ সাথে সাথে
সুখে দুখে শোকে দিবসে রাতে
অপরাজিত প্রাণে

কে যায় অমৃতধামযাত্রী
আজি এ গহন তিমিররাত্রি
কাঁপে নভ জয়গানে
কে যায় অমৃতধামযাত্রী



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link