Aro Koto Dure

আর কত দূরে আছে সে আনন্দধাম
আর কত দূরে আছে সে আনন্দধাম
আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি
আর কত দূরে আছে সে আনন্দধাম
আর কত দূরে

রবি যায় অস্তাচলে, আঁধারে ঢাকে ধরণী
রবি যায় অস্তাচলে, আঁধারে ঢাকে ধরণী
করো কৃপা অনাথে হে বিশ্বজনজননী

আর কত দূরে আছে সে আনন্দধাম
আর কত দূরে

অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে
বৃথা খেলা, বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে
অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে
বৃথা খেলা, বৃথা মেলা, বৃথা বেলা গেল বহে

আজি সন্ধ্যা-সমীরণে লহো শান্তিনিকেতনে
আজি সন্ধ্যা-সমীরণে লহো শান্তিনিকেতনে
স্নেহকরপরশনে চিরশান্তি দেহো আনি

আর কত দূরে আছে সে আনন্দধাম
আর কত দূরে আছে সে আনন্দধাম
আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি
আর কত দূরে আছে সে আনন্দধাম
আর কত দূরে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link