Bhoy Ki Morone

ভয় কি মরণে রাখিতে সন্তানে
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে
ভয় কি মরণে রাখিতে সন্তানে
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে
তাথৈ তাথৈ থৈ দিমি দিমি দ্রম দ্রম
তাথৈ তাথৈ থৈ দিমি দিমি দ্রম দ্রম
ভূত পিশাচ নাচে যোগিনী সঙ্গে
ভয় কি মরণে রাখিতে সন্তানে
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে

দানব দলনী হয়ে উন্মাদিনী
আর কি দানবেরা থাকিবে বঙ্গে
দানব দলনী হয়ে উন্মাদিনী
আর কি দানবেরা থাকিবে বঙ্গে
সাজ রে সন্তান হিন্দু মুসলমান
সাজ রে সন্তান হিন্দু মুসলমান
থাকে থাকিবে প্রাণ, না হয় যাইবে প্রাণ
লইয়ে কৃপাণ হও রে আগুয়ান
লইয়ে কৃপাণ হও রে আগুয়ান
নিতে হয় মুকুন্দেরে নিও গো সঙ্গে

ভয় কি মরণে রাখিতে সন্তানে
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে
ভয় কি মরণে রাখিতে সন্তানে
মাতঙ্গী মেতেছে আজ সমর রঙ্গে



Credits
Writer(s): Mukunda Das
Lyrics powered by www.musixmatch.com

Link