Aaji Shubho Dine

আজি শুভদিনে পিতার ভবনে
অমৃতসদনে চলো যাই
চলো, চলো, চলো, ভাই
চলো, চলো, চলো, ভাই
আজি শুভদিনে পিতার ভবনে
অমৃতসদনে চলো যাই

না জানি সেথা কত সুখ মিলিবে
আনন্দের নিকেতনে
না জানি সেথা কত সুখ মিলিবে
আনন্দের নিকেতনে
চলো, চলো, চলো যাই
চলো, চলো, চলো যাই

আজি শুভদিনে পিতার ভবনে
অমৃতসদনে চলো যাই

মহোৎসবে ত্রিভুবন মাতিল
কী আনন্দ উথলিল
মহোৎসবে ত্রিভুবন মাতিল
কী আনন্দ উথলিল
চলো, চলো, চলো, ভাই
চলো, চলো, চলো, ভাই

আজি শুভদিনে পিতার ভবনে
অমৃতসদনে চলো যাই

দেবলোকে উঠিয়াছে জয়গান
গাহো সবে একতান
দেবলোকে উঠিয়াছে জয়গান
গাহো সবে একতান
বলো সবে জয়-জয়
বলো সবে জয়-জয়

আজি শুভদিনে পিতার ভবনে
অমৃতসদনে চলো যাই
চলো, চলো, চলো, ভাই
চলো, চলো, চলো, ভাই
আজি শুভদিনে পিতার ভবনে
অমৃতসদনে চলো যাই



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link