Tumi Ektu Kebol

তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায় শুধু ক্ষণেক তরে
আজি হাতে আমার যা কিছু কাজ আছে
আমি সাঙ্গ করব পরে

তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায় শুধু ক্ষণেক তরে
আজি হাতে আমার যা কিছু কাজ আছে
আমি সাঙ্গ করব পরে
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে

না চাহিলে তোমার মুখপানে
হৃদয় আমার বিরাম নাহি জানে
না চাহিলে তোমার মুখপানে
হৃদয় আমার বিরাম নাহি জানে
কাজের মাঝে ঘুরে বেড়াই যত
ফিরি কূলহারা সাগরে

তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে

বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে
এল আমার বাতায়নে
অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে
ফেরে কুঞ্জের প্রাঙ্গণে

বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে
এল আমার বাতায়নে
অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে
ফেরে কুঞ্জের প্রাঙ্গণে

আজকে শুধু একান্তে আসীন
চোখে চোখে চেয়ে থাকার দিন
আজকে শুধু একান্তে আসীন
চোখে চোখে চেয়ে থাকার দিন
আজকে জীবন-সমর্পণের গান
গাব নীরব অবসরে

তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে
আমায় শুধু ক্ষণেক তরে
আজি হাতে আমার যা কিছু কাজ আছে
আমি সাঙ্গ করব পরে
তুমি একটু কেবল বসতে দিয়ো কাছে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link