Aar Nai Je Deri

আর নাই যে দেরি, নাই যে দেরি
সামনে সবার পড়ল ধরা
তুমি যে, ভাই, আমাদেরই
নাই যে দেরি, নাই যে দেরি
সামনে সবার পড়ল ধরা
তুমি যে, ভাই, আমাদেরই
নাই যে দেরি, নাই যে দেরি

হিমের বাহু-বাঁধন টুটি
পাগলা-ঝোরা পাবে ছুটি
হিমের বাহু-বাঁধন টুটি
পাগলা-ঝোরা পাবে ছুটি
উত্তরে এই হাওয়া তোমার
বইবে উজান কুঞ্জ ঘেরি

নাই যে দেরি, নাই যে দেরি
সামনে সবার পড়ল ধরা
তুমি যে, ভাই, আমাদেরই
নাই যে দেরি, নাই যে দেরি

নাই যে দেরি, নাই যে দেরি
শুনছ না কি জলে-স্থলে
জাদুকরের বাজল ভেরী
শুনছ না কি জলে-স্থলে
নাই যে দেরি, নাই যে দেরি
শুনছ না কি জলে-স্থলে
জাদুকরের বাজল ভেরী
শুনছ না কি জলে-স্থলে

দেখছ না কি এই আলোকে
খেলছে হাসি রবির চোখে
দেখছ না কি এই আলোকে
খেলছে হাসি রবির চোখে
সাদা তোমার শ্যামল হবে
ফিরব মোরা তাই যে হেরি

নাই যে দেরি, নাই যে দেরি
সামনে সবার পড়ল ধরা
তুমি যে, ভাই, আমাদেরই
নাই যে দেরি, নাই যে দেরি
সামনে সবার পড়ল ধরা
তুমি যে, ভাই, আমাদেরই
নাই যে দেরি, নাই যে দেরি



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link