Ami Keboli Swapono

আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে
আমি-
তাই আকাশ-কুসুম করিনু চয়ন হতাশে
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে
আমি-

ছায়ার মতন মিলায় ধরণী
কূল নাহি পায় আশার তরণী
ছায়ার মতন মিলায় ধরণী
কূল নাহি পায় আশার তরণী
মানস-প্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে, আকাশে

আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে
আমি-

কিছু বাঁধা পড়িল না শুধু এ বাসনা-বাঁধনে
কেহ নাহি দিলো ধরা, কেবলই সুদূর-সাধনে

আপনার মনে বসিয়া একেলা
অনল-শিখায় কী করিনু খেলা
আপনার মনে বসিয়া একেলা
অনল-শিখায় কী করিনু খেলা
দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে, হুতাশে

আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে
আমি-
তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে
আমি-



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link