Kul Theke Mor

কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে
সাগর-মাঝে ভাসিয়ে দিলেম পালটি তুলে
যেখানে ওই কোকিল ডাকে ছায়াতলে, সেখানে নয়
যেখানে ওই গ্রামের বধূ আসে জলে, সেখানে নয়

যেখানে নীল মরণলীলা উঠছে দুলে
সেখানে মোর গানের তরী দিলেম খুলে
এবার, বীণা, তোমায়-আমায়, আমরা একা
অন্ধকারে নাই বা কারে গেল দেখা

কুঞ্জবনের শাখা হতে যে ফুল তোলে
সে ফুল এ নয়
বাতায়নের লতা হতে যে ফুল দোলে
সে ফুল এ নয়
দিশাহারা আকাশভরা সুরের ফুলে
সেই দিকে মোর গানের তরী দিলেম খুলে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link