Bondhu Raho Raho

বন্ধু, রহো রহো সাথে
আজি এ সঘন শ্রাবণপ্রাতে
বন্ধু, রহো রহো সাথে

ছিলে কি মোর স্বপনে
ছিলে কি মোর স্বপনে
সাথিহারা রাতে

বন্ধু, রহো রহো সাথে

বন্ধু, বেলা বৃথা যায় রে
আজি এ বাদলে
আকুল হাওয়ায় রে

কথা কও মোর হৃদয়ে
কথা কও মোর হৃদয়ে
হাত রাখো হাতে

বন্ধু, রহো রহো সাথে



Credits
Writer(s): Rabindranath Tagore
Lyrics powered by www.musixmatch.com

Link